Please complete verification to access this content.
দক্ষিণ চীন সাগরে চীনের চলমান সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের নজরদারিতে উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। এর আগে চীনের পক্ষ থেকে মৌখিকভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেও এবার বিমান বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করে চরম সতর্কবার্তা দিয়েছে চীন। খবর আলজাজিরার।
নো ফ্লাই জোনে আমেরিকার বিমান চলাচলের প্রতিবাদ বৃহস্পতিবার বেইজিং প্রথম মাঝারি পর্যায়ের একটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করে। পরবর্তীতে জেজিয়াং প্রদেশ থেকে আরো একটি মিসাইল নিক্ষেপ করা হয়। ঘটনার পরেই মার্কিন প্রতিরক্ষা প্রধান মার্ক ইসপার এক বিবৃতিতে বলেন, চীন বারবার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে শক্তি প্রদর্শন করছে ।
এর আগে চীনের পক্ষ থেকে মার্কিন গোয়েন্দা বিমানের চলাচল নিয়ন্ত্রণ করতে চীনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। বাকযুদ্ধ থেকে এ প্রথমবারের মতো মিসাইল ব্যবহার দেশ দুটির মধ্যে সামরিক বিরোধ বাধিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।