Please complete verification to access this content.
নিউজিল্যান্ডের মসজিদে ২০১৯ সালে কয়েক বছরের পরিকল্পনার পর হামলা করে ৫১ জনকে হত্যা করা হয় বলে জানায় আদালত। ব্র্যান্টন টরেন্ট দায় স্বীকার করে সর্বোচ্চ সংখ্যক মুসলিমকে হত্যা করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় সৃষ্টির পরিকল্পনার কথা জানায়। ফেসবুক লাইভে সে হত্যাকাণ্ড সরাসির প্রচার করে এ শ্বেতাঙ্গ বর্ণবাদি। খবর আলজাজিরার।
২৯ বছর বয়সি এ হত্যাকারীকে ৫১ টি মামলায় অভিযুক্ত করা হয়। সেখানে ৪০ টি মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। একটি মামলায় গণহত্যার দায়ে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সে বর্বর হামলায় বেচেঁ যাওয়াদের জীবনে কত ক্ষতি হয়েছে তা জানানোর জন্য হামলাকরীদের মুখোমুখি করা হয় তাদেরকে।
এ সপ্তাহের পরেই রায় ঘোষণা হতে পারে। ধারণা করা হচ্ছে রায়ে সারা জীবনের জেল হতে পারে এ হামলাকারীর। নূর মসজিদে হামলার পর সে দ্বিতীয় আরেকটি মসজিদে হামলা করতে যায়। তৃতীয় আরেকটি হামলার পরিকল্পনা ছিল বলেও জানায় সে।