Please complete verification to access this content.
ফায়ার সার্ভিস জানায়, প্রভিটা ফিডের বয়লারের পাশে খেলতে গিয়ে রহিত বাপ্পী (৩) নামে এক শিশু পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে যেয়ে প্রথমে তার মা শ্রী মতি রুলি (৩০) এবং পরে ফিড কারখানার কর্মচারী হৃদয় (২২) বয়লারে গিয়ে পড়ে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার রাতে জানান, এখস পর্যন্ত হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকী দুজনের মরদেহ উদ্ধারের কাজ চলছে।