Please complete verification to access this content.
সোমবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃন্দাবন রাবার বাগানের ২০নং লাইনের নীচে পড়ে থাকা পাতার মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় দুই শতাধিক রাবার গাছ এবং বেশ কিছু চা গাছ পুড়ে গেছে।
খবর পেয়ে চা বাগানের কর্মকর্তা এবং শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টারও বেশী সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোন কিছুই জানা যায়নি।
বৃন্দাবন চা বাগানের উপ-সহকারি ব্যবস্থাপক উজ্জ্বল সিংহ বলেন, রাবার বাগানে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই শতাধিকের ও বেশী রাবার গাছ এবং চা গাছ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশী হয়েছে।