Please complete verification to access this content.
নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন তিনি। অসুস্থ মাকে বাঁচাতে ক্রিকেটে ফেরাটা তার জরুরি বলেও বোর্ডের কাছে জানান এ পেসার। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে জুনিয়র আরাফাত সানীর সাথে অশোভন আচরণ করেন তিনি। এই প্রেক্ষিতেই তাকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিবি। এছাড়া তিন লাখ টাকা জরিমানাও করা হয়।
ঘটনাটি ঘটেছিল খুলনা আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাচ চলাকালীন। শাহাদাত জানিয়েছেন, তার মা ক্যান্সারে আক্রান্ত। মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন। তাই মানবিক বিবেচনায় নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি’র কাছে আবেদন করেছেন।
শাহাদাত হোসাইন জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে এবং ৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলে ১২৩ উইকেট নিয়েছেন। শাহাদাত এর আগেও গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য এবার নিজের ভুল সংশোধন করেই মাঠে ফিরতে চান।