Please complete verification to access this content.
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক, চিত্রনাট্যকার ও উপস্থাপক রুম্মান রশিদ খান জানান, তারিন আপুর বাবা অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। প্রায় ৫০ দিনের মত তাকে হাসপাতালে রাখতে হয়েছিল।
তিনি আরও বলেন, সম্প্রতি তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে গতকাল (সোমবার, ৮ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে আনা হয়। সেখানে ডাক্তাররা জানান তার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল।
তারিন জানান, ‘বাবার করোনা ছিল না। তবে তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। দেড় মাস ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আজ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিনই বাবা হৃদযন্ত্রের ক্রিয়া (কার্ডিয়াক এরেস্ট) বন্ধ হয়ে মারা যান।’
সবার কাছে দোয়া চেয়ে তারিন বলেন, ‘জীবন-মৃত্যুর সঙ্গে বাবা অনেক দিন যুদ্ধ করেছেন, কিন্তু আজ তিনি চলেই গেলেন। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি।’
তারিনের বাবা মো. শাহজাহান ব্যবসায়ী ছিলেন। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।