Please complete verification to access this content.
রোববার রাতে পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা জেলার সাভার উপজেলায় বায়ুদূষণকারী অবৈধ ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে মাটি সংগ্রহের হলফনামা না থাকায় ২টি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং ২টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র না থাকায় ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায়সহ এক্সকেভেটর দ্বারা ইটভাটার স্থাপনা সম্পূর্র্ণরূপে ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটার আগুন সম্পূর্ণ নিভিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব জানান, মেসার্স ফাহাদ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স ডিবিএস ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এএসবি ব্রিকসকে ৬ লাখ, মেসার্স বি সি এম ব্রিকসকে ৬ লাখ টাকাসহ মোট ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, পরিদর্শক প্রতিক ইসলাম ও পরিদর্শক ফাতেমা-তুজ-জোহরাসহ পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।