Please complete verification to access this content.
উত্তরার ৩ নম্বর সেক্টরে বড় জামে মসজিদে মনোয়ার খোকনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৪ নম্বর সেক্টর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন মনোয়ার খোকন। ১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ সিনেমা মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটে মনোয়ার খোকনের। ‘স্বামী কেন আসামি’ ও ‘মেয়ারাও মানুষ’ সিনেমা নির্মাণ করে ব্যাপক সাফল্য পান তিনি। মনোয়ার খোকন পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আরও রয়েছে- ‘সংসারের সুখ-দুঃখ’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘খুনি শিকদার’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ইত্যাদি। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘পাওয়ার’।