Please complete verification to access this content.
এনএলডি’র মুখপাত্র কি তোয়ে বুধবার তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট জানিয়েছেন যে, সু চিকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা হবে। তিনি লিখেছেন, ‘নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী অং সান সু চির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন অনুযায়ী ১৪ দিনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’ মিয়ানমারের শক্তিশালী সশস্ত্র বাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলে নেয়ার দুদিন পর বুধবার সুচিকে রিমান্ডে নেয়ার খবর আসলো। এর আগে সু চির বিরুদ্ধে একটি অভিযোগ গঠন করা হয়েছিল।
এছাড়া বন্দি প্রেসিডেন্ট উইন মিন্টকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানান এনএলডি’র মুখপাত্র কি তোয়ে।