Please complete verification to access this content.
মঙ্গলবার বিকেল ৩টার পর তার মরদেহ নিয়ে আসা হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গনে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাদ আসর তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মুজিবুর রহমান দিলু। পরে জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
অভিনেতা মুজিবুর রহমান দিলু স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।