Please complete verification to access this content.
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি-ক্রস রোড নামক স্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাতার ফেরত সদ্য নব-বিবাহিত মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত প্রবাসী ফরিদ মিয়া (২৫) শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাও গ্রামের মৃত লাল মিয়ার পুত্র।
নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বিয়ে করার উদ্দেশ্যে ফরিদ মিয়া কাতার থেকে ছুটিতে দেশে আসেন। মঙ্গলবার মোটরসাইকেলযোগে দেওন্দি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। মহাসড়ক ক্রসিংয়ের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ফরিদ মিয়া বিয়ে করার জন্য আড়াই মাস আগে দেশে আসেন এবং গত ১৭ই ডিসেম্বর বিয়ে ও করেন। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।