Please complete verification to access this content.
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
জানা গেছে, শনিবার সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই দ্রুত সাবেক ভারত অধিনায়ককে হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভের পরিবার জানিয়েছে, তিনি স্থিতিশীল। সাবেক ভারত অধিনায়কের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের মাধ্যমে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের অন্যতম সফল অধিনায়কের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ক্রিকেট মহল। একের পর এক টুইটে বিসিসিআইয়ের সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং ও মিতালি রাজরা।
কোহলি তার টুইটারে লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। গেট ওয়েল সুন’।
ঋদ্ধিমান সাহা লিখলেন, ‘দাদা অসুস্থ! খবরটা পেয়ে অবাক হয়ে গিয়েছি। তোমার সুস্থতা কামনা করি।’
বিরাট ও ঋদ্ধির মত একইরকম অবাক হয়েছেন মোহম্মদ শামি। তিনি টুইটারে লিখলেন, ‘গেট ওয়েল সুন দাদা।’
গৌতম গম্ভীরের টুইট, ‘সৌরভ গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনা করি। (শরীরের) খেয়াল রেখো। ঈশ্বর মঙ্গল করুন।’
শেবাগ লেখেন, ‘দাদা, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’