Please complete verification to access this content.
অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে আজ রোববার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আদালত অঙ্গনে দুর্নীতি ও অনিয়ম চলে আসছে। আইনজীবীরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। এ বিষয়ে বারের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে অবহিত করা হয়। এরই অংশ হিসেবে আজ রোববার সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। অভিযানে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। তিনি আরো জানান, ৪৩ জনকে আটকের পর বারের নেতৃবৃন্দের কাছে খবর পাঠানো হয়। এর পর বারের সম্পাদকসহ অন্যরা ঘটনাস্থলে যায়। তখন জানা যায়, যাদের আটক করা হয়েছে, তারা নিজস্ব শাখায় স্ব স্ব দায়িত্ব পালন না করে অন্যান্য কার্যক্রমে ব্যস্ত রয়েছেন। আর এ জন্যই তাদের আটক করা হয়েছে।
অ্যাডভোকেট মশিউর রহমান জানান, আটকের পর অভিযুক্তদের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এর পর মৌখিকভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন বারের নেতৃবৃন্দ বসে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবে।