Please complete verification to access this content.
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে চলতি বছরের তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ১৪ রাজ্যের ৬ কোটির বেশি মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছে। নিউইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দুই ফুটেরও বেশি বরফের স্তরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আট ঘণ্টার লাগাতার তুষারপাতে ইতোমধ্যে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিবিসি।
নিউইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে ৬ কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ।
এসময় সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকে আমেরিকানরা। তবে তুষারঝড়ের কারণে তীব্র ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেকে আগেই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা সেখানে আরো প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তুষারপাতের সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস বাফেলোর অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এতে যান চলাচলে অনেক ব্যাঘাত ঘটছে।