সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ামিকা জানালেন সেই গল্প, যেখানে নিজের হাত কেটে ফেলার নিছক এক রসিকতা মুহূর্তে থমকে দিয়েছিল পুরো সেটের পরিবেশ।
তিনি আরও বলেন, এরপর বিদায় বেলায় সত্যিই যখন তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন, তখন আমি তাকে বলি, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল স্যার, তবে আমার ভাই বলছিল আপনার সঙ্গে দেখা হলে আমি যেন হাত কেটে ফেলি, কিন্তু তা অবশ্য আমি করব না।
অভিনেত্রী আরও বলেন, এই কথাটি বলার সঙ্গে সঙ্গে চারপাশের সবাই যেন হিমশীতল। আমি আশা করেছিলাম শাহরুখ বুঝবেন এটি নিছক মজা। কিন্তু তিনি তো কিছু না বলেই হাঁটলেন সোজা।
ওয়ামিকা বলেন, আমি সত্যিই ভেবেছিলাম উনি হাসবেন বা কিছু বলবেন। কিন্তু উনি একদমই বুঝলেন না যে এটা নিছক ঠাট্টা। এরপর প্রোডাকশন টিমের একজন আমার কাছে এসে জিজ্ঞেস করল, ‘তুমি কি সত্যিই হাত কাটার কথা বললে?’ আমি লজ্জায় মাটিতে গেঁথে গিয়েছিলাম।
এদিকে আগামী ২৩ মে মুক্তি পেতে চলেছে ওয়ামিকা গাব্বি অভিনীত এবং করণ শর্মার পরিচালনায় নির্মিত সিনেমা ‘ভুল চুক মাফ’। যেখানে ওয়ামিকার পাশাপাশি অভিনয় করেছেন রাজ কুমার রাও, ধনশ্রী ভার্মাসহ আরও অনেকে।