মিছিলে বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, “জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচার করুন, নিবন্ধন বাতিল করুন এবং নিষিদ্ধ করুন। গণহত্যাকারী এ দলকে আর সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “দিল্লির দাসত্বে নয়, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। দিল্লির কূটনৈতিক প্রেমের নামে আওয়ামী লীগের পুনর্বাসন আর চলবে না।”
তিনি আরও দাবি করেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তবে তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা এমন সরকার চাই যারা গণহত্যাকারী দল নিষিদ্ধ করতে সক্ষম।”
শিশির বলেন, “প্রথমে নির্বাহী আদেশে, পরে আদালতের মাধ্যমে এবং সর্বশেষে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে গণভোটের আয়োজন করে জনগণের রায় নিতে হবে। আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন থানা নেতা আবুল হাসনাত, তনু ইসলাম, আলমগীর হোসেন, হাসান, সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা।