jhenukmedia.com
ঢাকা, সোমবার , ১৬ জুন ২০২৫



  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. বিনোদন
  7. চাকরি
  8. ইসলাম
  9. অর্থনীতি
  10. শিক্ষা
  11. প্রবাস জীবন
  12. সহিত্য ও কবিতা

বিচারকাজে বিড়ম্বনা কমানোই প্রধান লক্ষ্য: ড. আসিফ নজরুল

প্রতিনিধির নাম
২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

Link Copied!

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারকাজে বিড়ম্বনা কমানো, সময় বাঁচানো এবং অর্থ ব্যয় কমানোই এখন তার প্রধান লক্ষ্য। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল জানান, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিচার ব্যবস্থায় গতি আনার জন্য নানামুখী সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “এখনই হয়তো এসব পরিবর্তনের প্রভাব স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যারা আইন বিশেষজ্ঞ, তারা এর তাৎপর্য অনুধাবন করতে পারবেন।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, দেওয়ানী কার্যবিধিতে যুগান্তকারী বেশকিছু সংশোধন আনা হয়েছে, যা উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদন লাভ করেছে। খুব শীঘ্রই এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফৌজদারি কার্যবিধিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা যদি বিচার কার্যক্রমের সময় অর্ধেকে নামিয়ে আনতে পারি এবং ৪০ শতাংশ মামলা জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করতে পারি, তাহলে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচার বিভাগের কর্মকর্তারা, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ সংশ্লিষ্টরা। বক্তারা বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও দ্রুতগামী করার উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, দেশে গড়ে প্রতি বছর প্রায় ৫ লাখ মামলা দায়ের হয়। আর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ৩৫ হাজার মামলা। সংস্থাটিতে বছরে দুই লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব হলে আদালতে মামলার চাপ কমপক্ষে ৪০ শতাংশ হ্রাস পাবে।

পারিবারিক মামলা, এনআই এক্টের (Negotiable Instrument, Act) মামলা, আপসযোগ্য ফৌজদারি মামলাসহ ছোট ছোট মামলাগুলো বাধ্যতামূলকভাবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় পাঠানো সম্ভব হলে আদালতগুলোতে বিপুল সংখ্যক মামলাজট কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসগুলোতে মাত্র একজন করে সহকারী/সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারক কাজ করছেন। কাজের গতি বাড়াতে এসব অফিসে একজন সিনিয়র সহকারী জজ ছাড়াও একজন যুগ্ম জেলা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হবে।

আইন উপদেষ্টা বলেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে আমরা এমন একটা পর্যায়ে উন্নীত করতে চাই, যেখানে অন্তত এক লাখ মামলা নিষ্পত্তি হবে এবং আগামী এক বছরের মধ্যে সেখানে দুই লাখ মামলা নিষ্পত্তি হবে। এটা করা সম্ভব হলে বাংলাদেশে বিচারপ্রার্থী মানুষের জন্য অনেক বড় সুবিধা তৈরি করবে।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সেরা লিগ্যাল এইড অফিসার ও সেরা প্যানেল আইনজীবীর হাতে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন আইন উপদেষ্টা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে লিগ্যাল এইড রোড শো ও লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মন্তব্য করুন
আরও পড়ুন

চতুর্থ দিনেও চক্ষু হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ, ভোগান্তিতে রোগীরা

ঈদে ঢাকায় থাকা জবি শিক্ষার্থীদের জন্য শিবিরের বিশেষ আয়োজন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ সন্ত্রাসী নিহত, শহীদ ৭

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ কোটি মৌমাছি

বিসিবির দায়িত্ব নিতে প্রস্তুত সৈয়দ আশরাফুল হক

‘নির্বাচনের পরেও ড. ইউনূসের খ্যাতি কাজে লাগালে বড় ফায়দা হবে’

জাপান সফর শেষে ঢাকার পথে ড. মুহাম্মদ ইউনূস

জিয়াউর রহমানের সততা-দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা জন্ম নেয়নি: বিএনপি নেতা

ইরানে হামলার পরামর্শ দেননি ট্রাম্প, নেতানিয়াহুকে ‘ধৈর্য ধরার’ আহ্বান

লালমনিরহাটে আগুনে ছয়জনের মৃত্যু: আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৭৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৬ লালমনিরহাট, ২৯ মে:

আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার”— যুবদল নেতা নয়ন