Too Many Requests from Your Network
Please complete verification to access this content.
Click to Verify
শুধু শ্বাসনালি ও ফুসফুস নয়, মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস। আক্রমণ করছে কেন্দ্রীয় স্নায়ুতন্দ্রকে। তার ফলেই হারিয়ে যাচ্ছে স্বাদ-গন্ধ। মাথা ব্যথা, পেশির যন্ত্রণার মতো নানা উপসর্গে ভুগছেন অনেকে। বিষয়টি আগে জানা গেলেও কী ভাবে ভাইরাস মস্তিষ্কে পৌঁছচ্ছে, তা নিয়ে এত দিন স্পষ্ট কিছু জানা যায়নি।
সম্প্রতি গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, নাক দিয়েই ভাইরাস পৌঁছে যাচ্ছে আমাদের মস্তিষ্কে। ফলে এই ধরনের উপসর্গে ভুগছেন মানুষ।
জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।