Please complete verification to access this content.
রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়েছে সোমবার ইদলিভ প্রদেশে অবস্থিত ‘ফেইলাখ আল-সাম’ প্রশিক্ষন ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। এই বিমান হামলায় আরো ৫০ সেনা আহত হয়েছে।
জানা গেছে, ক্যাম্পটিতে অবস্থানকারী সকলই তুর্কি সমর্থিত বিদ্রোহী সেনা। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী বিট্রেন ভিত্তিক মানবাধিকার সংস্থা বলছে, ‘এই হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৫০ জন।এখনো চলছে উদ্দারকাজ।