Please complete verification to access this content.
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব বাসার সামনে মেশিন দিয়ে ঘাস কাটছেন। এমন একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।
শিশির ক্যাপশনে লিখেছেন, ‘এই সময় ফিটনেস ধরে রাখতে হবে’।
নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা ছিল সাকিবের। এর জন্য নিজেকে প্রস্তুত করতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত লঙ্কা সিরিজ স্থগিত হয়ে যায়।
যে কারণে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। আগামী নভেম্বরের কর্পোরেট লিগের মাধ্যমে মাঠে ফেরার কথা রয়েছে তার।