Please complete verification to access this content.
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক শিক্ষকের নাম শহিদুল্লাহ (৪৫)। তিনি সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত মারকাযুল কোরআন কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এর শিক্ষক।
এর আগে, ওই শিক্ষকের দ্বারা একই মাদ্রাসার আরেক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১৫ দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ ছাত্রটিকে বলাৎকার করে আসছে। ব্যথা কমাতে ছাত্রটিকে ওষুধও সেবন করায় ওই শিক্ষক। ছাত্রটি মাদ্রাসা থেকে বাসায় চলে যেতে চাইলে তাকে ভয়-ভীতি দেখান শহিদুল্লাহ। কিন্তু রবিবার সুযোগ পেয়ে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
এলাকাবাসীর অভিযোগ, ওই শিক্ষক আগেও এক ছাত্রকে বলাৎকার করে। পরে বিষয়টি মাদ্রাসা প্রধানের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।