Please complete verification to access this content.
সৌদিতে কাজে ফেরার উৎকণ্ঠা নিয়ে অনেকেই নোয়াখালী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ কেউ গত শনিবার থেকে অপেক্ষা করছেন। টানা নবম দিনের মতো আজও তারা রাজধানীর কাওরান বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন টিকিটের আশায়। টিকিটের নিশ্চয়তা না পেলেও বৃষ্টিতে ভিজে টোকেনের আশায় বসে কিংবা গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের অনেকেই।
এই প্রবাসীদের অভিযোগ, দিনের পর দিন অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না অনেকে। অনেকে ট্রানজিট হয়ে এয়ার আরাবিয়াসহ বিভিন্ন ফ্লাইটে এসেছেন, কোনোভাবেই টিকিটের টোকন তাদের দিচ্ছে না সৌদি এয়ারলাইন্স কিংবা বাংলাদেশ বিমান।
এয়ারলাইন্স যেন তাদের টিকিটের নিশ্চয়তা দেয় এবং টোকেন সরবরাহ করে এ দাবি জানিয়েছেন তারা।