Please complete verification to access this content.
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পিএসজির হয়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি। রোববার রেইমসের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নেয়ার সময়ই গ্যালারিতে উপস্থিত সমর্থকরা মেসির নামে স্লোগান দেন। মেসির অভিষেক ম্যাচে পিএসজি জিতেছি। তবে ম্যাচ শেষে ঘটেছে মজার ঘটনা। রেইমসের গোলরক্ষক প্রেডরাগ রাইকোভিচ মাঠে নিয়ে আসেন তার ছেলেকে এবং আবদার করেন মেসির সাথে একটি ছবি তোলার। মেসি হাসি মুখেই প্রেডরাগের ছেলেকে কোলে তুলে নিয়ে ছবির জন্য পোজ দেন।
এদিকে প্রথমবার দেশের হয়ে কোন ট্রফি জেতার পর বিভিন্ন জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। আর্থিক দুরাবস্থার কারণে বার্সেলোনা তাকে চুক্তিবদ্ধ করতে পারেনি। ফলে বিনা ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি। লিগ শুরু হয়ে গেলেও ফিটনেস না থাকায় প্রথম দুই ম্যাচে মাঠে নামেননি মেসি। তৃতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে মাঠে নামানো হয় মেসিকে।
প্রতিপক্ষও যে মেসির জন্য অপেক্ষা করছিল তা বোঝা গেল ম্যাচ শেষে। রেইমসের খেলোয়াড়রা তাকে অভিনন্দন জানান হাসি মুখেই। গোলরক্ষক ছেলের সাথে ছবি তোলার অনুরোধ করলে তাতে হাসি মুখে সাড়া দেন মেসি। সবমিলিয়ে বলা যায় মেসির অভিষেকটি ভালই হয়েছে। মেসি মাঠে ছিলেন ২৪ মিনিট। কোচ মরিসিও পচেত্তিনো প্রশংসা করেছেন মেসির।
তিনি বলেন, মাঠে নামার সাথে সাথেই দারুন খেলতে শুরু করেন মেসি। সে যতবার বল স্পর্শ করেছে ততবারই সঠিকভাবে বল সহ-খেলোয়াড়কে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেসির অভিষেক ম্যাচে আমরা জিতেছি। মেসি মাঠে থাকলে কেবল নিজ দলের খেলোয়াড়রাই উজ্জীবিত হন না, প্রতিপক্ষ খেলোয়াড়রাও উজ্জীবিত হয়ে ফুটবল খেলে। তাকে দেখে সবাই উজ্জীবিত হয়। তাই মেসি ব্যতিক্রম।