Please complete verification to access this content.
এবি ডি ভিলিয়ার্স, মারকুটে অথবা ক্ল্যাসিকাল, যেকোনো বিশেষণই তার নামের পাশে মানানসই। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান বোলারদের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। শরীর, মেজাজ বা ব্যাটের ধারে ক্যারিয়ারের শুরু থেকেই বিগহিটার শব্দটি নামের পাশে সাটিয়ে নেন এবি। মাঠের ভেতরে যতটা বিধ্বংসী তিনি, মাঠের বাইরে ঠিক ততটাই বিনয়ী।
সম্প্রতি এবি প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। জানিয়েছেন মাশরাফির সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮ সালের আসরে মাশরাফির নেতৃত্বে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন ভিলিয়ার্স। অ্যালেক্স হেলস ও ক্রিস গেইলকে নিয়ে গড়া রংপুরের টপঅর্ডারে আরেক বারুদ ছিলেন তিনি। টুর্নামেন্টে লম্বা সময় মাশরাফিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এ ক্রিকেটার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ অনুষ্ঠানে ভিলিয়ার্স বলেছেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে এবং এ কারণেই আমরা এত ভালোভাবে মিশতে পারি। তার মধ্যেও হার না মানা গুণটা রয়েছে এবং সেও চাপের মুহূর্তে লড়তে পছন্দ করে। চাপের সময় সামনে থেকে এগিয়ে আসা মানুষ হতে ভালোবাসে সে। তাই আমাদের মধ্যে অনেক মিল রয়েছে।
এসময় অধিনায়ক মাশরাফির প্রশংসায় ভিলিয়ার্স আরো বলেন, এমন অনেক বিষয় আছে যা আমরা একসঙ্গে দেখি এবং খেলোয়াড় হিসেবে উপভোগ করি। তার অধীনে খেলা খুবই উপভোগ করেছি আমি। যেহেতু চাপের মুহূর্তেও অধিনায়ক শান্ত থাকতো, তাই আমি খুব মজা করতে পেরেছি। ব্যক্তি খেলোয়াড়ের কথা বাদ দিয়ে সে সবসময় দলীয়ভাবে চিন্তা করতো।