Please complete verification to access this content.
লাদাখে সীমান্ত নিয়ে চলা বিরোধের মধ্যে পাঁচ ভারতীয়কে অপহরণের অভিযোগ আনা হলো চীনের সেনাদের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ভারতের কংগ্রেস বিধায়ক এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিং। শনিবার একটি টুইট বার্তায় নিনং ইরিং এই অভিযোগ করেন।
টুইট বার্তায় নিনং বলেন, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলা থেকে পাঁচ তরুণকে অপহরণ করেছে চীনা সেনারা। তবে এই অপহরণের বিষয়টি প্রত্যাখান করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হর্ষ বর্ধন পান্ডে বলেন, অরুণাচল প্রদেশে তরুণদের অপহরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় থানাতেও এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি;।