বসন্তের কোকিল
সিরাজুল ইসলাম মন্টু
তোরে আমার আপন ভেবেছি দাম দিয়েছি খুব,
তাই তুই সুখ সাগরে একলা দিলি ডুব।
ফেরারী ফাগুন ফিরে পেতে করলি ডাকাডাকি,
ফাগুন আসার আগেই তুই দিলি আমায় ফাঁকি।
তুই হলি বসন্তের কোকিল শীতে হলি নিষ্চুপ।
মনের বনে ছিলি তুই আমার মনের টিয়া,
কোন কারণে পাষানে তুই বাঁধলি তোর হিয়া।
তোর বিরহে পুড়ি এখন আমি যেন ধূপ।
আর কোনদিন হবেনা হায় তোর সাথে দেখা,
স্মৃতির দহনে পুড়ব আমি পুড়ব একা একা।
গুন চেয়েছি হাজার বার চাইনি আমি রুপ।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala