পরিষ্কার বর্ণনা

পরিষ্কার বর্ণনা

বাবুল আখতার

মহান আল্লাহ তায়ালার ইবাদত করতে হবে
শুধুমাত্র নবীকারিম (সাঃ) এর শেখানো পথে
কোন যুক্তি বা দলিল মেশানো যাবে না তাতে।
বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) চিনিয়েছেন আল্লাহকে
তিনিই ভালো জানেন কিভাবে ডাকতে হবে তাকে
কেননা কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে।
নবীর দেখানো নিয়মে আমরা নামাজ,রোজা করি
কিছু কিছু কাজের সময় কেনো অন্যের নিয়ম মানি?
তাহলে কি ঐসব ক্ষেত্রে হুজুর, বুজুর্গরাই বেশি দামি?
এ ব্যাপারে কোরআন মাজিদে আছে পরিষ্কার বর্ণনা
“মোহাম্মদ সাঃ উন্নত চরিত্র ও উত্তম আদর্শের নমুনা”
মুসলমান এর বাইরে কোনো আদর্শ মানতে পরে না।
জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে কোরআনের নির্দেশনা
বিশ্বনবী সাঃ এসেছেন দেখাতে এসকল কাজের ধারা
ইবাদত বলে গণ্য হবে না নবীজির পূর্ণ অনুসরণ ছাড়া।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala