নওগাঁর আত্রাইয়ে মহান মে দিবস পালিত

রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি

“ শ্রমিক- মালিক হাত ধরি” আত্রাই- রানীনগরের উন্নয়ন, নিরাপত্ত ও শান্তির লক্ষে কাজ করি ডিজিটাল সাংলাদেশ তৈরি করি। দুনিয়ার মজদুর এক হও- বাংলার মেহনতী মানুষ এক হও। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে যথাযগ্যে মর্যদায় মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার জাতীয় শ্রমিক লীগ, আত্রাউ উপজেলা শাখা আয়োজিত মহান মে দিবস উপলক্ষে সকাল দশটায় দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ওদলীয় তালো পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতেপুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল এগারো টায়উপজেলা আওয়ামী লগের দলীয় কার্য্যালয় থেকে এক শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান
চত্ত্বর সিএনজি ষ্ট্যান্ড আমতলিতে জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-ছয় ( আত্রাই- রানীনগরের) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, জাতীয় শ্রমিক লীগের মগিলা নেত্রী বিউটি বেগম,ট্রাক সংগঠনের সভাপতি আত্রাই উপকমিটি স্বপন আলী মটর, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক সোহাগ প্রমূখ।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala