রওশন আরা শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা লিগ্যাল এইড
কমিটি কর্তৃক আযোজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকাল সোয়া ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা।
সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড চেয়ারম্যান মোঃ আবু শামীম আজাদ বেলুন ও ফেষ্টুন
উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায়
জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম
আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, এডিএম মোঃ আব্দুল করিম, নারী ও শিশু নির্যাতন
দমন আদালত-২ এর বিচারক মেহেদি হাসান তালুকদার, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিযর সহকারী
জজ মোঃ কুদরাত-ই-খোদা, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু,
পিপি আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান এবং প্যানেল আইনজীবি ডিএম আব্দুল বারী বক্তব্য
রাখেন।