নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে রমজান মাসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুহস্পতিবার বিকেলে তারাকান্দা বাজারের মাদরাসার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে তারাকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তারাকান্দা বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- ৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানাক্বারী মাসুদুর রহমান,সহসভাপতি মাওলানা শামসুল হুদা,সহ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি হাফেজ হাসানুজ্জামান , আলহাজ আব্দুল হাকিম মাষ্টার, মাওলানা ছাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হাসিবুল হক,ইউপি মেম্বার এনামুল হক,মাওলানা হুরমুজ আলী,মাওলানা সালাউদ্দিন,হাফেজ হাবিবুর রহমান ও মাওলানা আসরাফুল ইসলাম প্রমুখ ।

বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে, অশ্লীল ছবি-সিনেমা প্রদর্শন বন্ধ রাখাসহ, জুয়া, নাটক ও বিভিন্ন গানের আসর বন্ধ রাখার দাবি উত্থাপন করেন।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala