মুজিব মানেই স্বাধীনতা
বাবুল আখতার
একটি তর্জনী,একটি ভাষণ
অন্যায়ের বিরুদ্ধে মহা বিস্ফরণ।
সাত কোটি জনতার জাগরণ
স্বাধীনতার চূড়ান্ত সমন।
একটি নাম,একটি দেশ
বজ্র ধ্বনি– মুক্ত শাসন,
গড়ে তোলো ঘরে ঘরে দূর্গ
হবেই হবে নব দিগন্ত উদিত।
একটি মাঠ,একটি মঞ্চ
শক্তি,সাহস আর অনুপ্রেরণা।
শহর-বাজার, গ্রাম-গঞ্জ
উজ্জীবিত আবাল-বৃদ্ধ-বনিতা।
অগ্নির আস্ফালন মার্চ
সাত,সতেরো কিংবা ভয়াল রাত।
সবর্ত্র অর্থহীন মুজিব বিনা
কেননা,মুজিব মানেই স্বাধীনতা।।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala