মধ্যনগরে ভারতীয় ১৯ বোতল মদ সহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে ১৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাত সোয়া তিনটার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের শামীম মিয়ার স’মিলের পাশের একটি নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ওই ইউনিয়নের আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে স্বপন মিয়া (৩২) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে লাখাব মিয়া (২২)। শনিবার সকালে মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, আটককৃত ওই দুই মাদককারবারি বেশ কিছু দিন যাবত তারা গোপনে এলাকায় ভারতীয় মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। পুলিশও তাদেরকে মাদক সহ ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তারা ভারতীয় মদের একটি চালান এনে রাজেন্দ্রপুর এলাকার শামীম মিয়ার স’মিলের পাশের একটি নির্জন স্থানে অবস্থান নিয়ে সেখান থেকেই তারা ওইসব মদ বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ওই রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে অফিসার চয়েজ নামক ব্র্যান্ডের  ১৯ বোতল ভারতীয় মদসহ মাদককারবারি স্বপন মিয়া ও লাখাব মিয়াকে আটক করতে সক্ষম হয়।

ওসি আরো জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল- হাজতে পাঠানো হবে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala