মোঃ নূরুল ইসলাম, স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নয়ন ক্রিকেট একাদশ জয়লাভ করেছে। পৌরশহরের ইয়াং সওদাগর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে উত্তর মেন্দা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ১২ ওভারের খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। খেলায় নয়ন ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে জয়লাভ করে। রানার্সআপ হয় ভাই-ভাই খেলাঘর। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আজিজুল ইসলাম এবং ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন শাকিল আহমেদ। খেলায় ধারাবিবরণীতে ছিলেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শেখ শাখাওয়াত হোসেন।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala