বেমালুম গেছে ভুলে
বাবুল আখতার
হাসপাতালের বেডে মুমূর্ষু এক জননী
ডাক্তার বলেছে যে– রক্ত লাগবে এখনি,
পাঁচ ভাই বিষণ্ণ সাথে একমাত্র ভগিনী
সবাই চিন্তিত! রক্ত কোথায় পাবো জলদি?
প্রসূতির সিজার আটকা রক্তের অভাব
ডাক্তার বলেছে যে– রক্ত লাগবে দু’ব্যাগ,
স্বামী,ভাই,দেবর মিলে তারাই আট দশ জন
সবাই চিন্তিত! রক্ত পাবো কোথায় এখন?
বড় ভাই ক্লিনিকে ভর্তি সড়ক দুর্ঘটনায় আহত
ডাক্তার বলেছে যে– রক্তের ব্যবস্থা করো দ্রুত,
মেজো,সেজো,ছোট আর তাদের প্রিয় দুই বিয়াই
সবাই চিন্তিত! এত অল্প সময়ে রক্ত কোথায় পায়?
এজাতির বিবেক গেছে মরে রক্ত যে নিজের শরীরে
মুখে মুখে করুণ আর্তনাদ রক্ত খোঁজে দ্বারে দ্বারে,
রক্তের জন্য ছোটে ক্যাম্পাসে,মেসে, ব্লাড ব্যাংকে
নিজ রক্তে মিটতে পারে হতাশা বেমালুম গেছে ভুলে!
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala