ভাসুরের সঙ্গে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক

ঠাকুরগাঁওয়ে ভাসুরের সঙ্গে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে প্রেমিক যুগল।

শুক্রবার রাতে সদর উপজেলার ভুল্লী থানার ১৫ নং দেবীপুর ইউনিয়নের মুজার্বনী হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, হাজীপাড়া গ্রামের সেলিমের সঙ্গে হাসি আক্তারের দেড় বছর আগে বিয়ে হয়। এর কয়েকমাসের মধ্যেই দাম্পত্য কলহ শুরু হয়। এই সুযোগে গত তিন মাস আগে ভাসুর জাকির হোসেন বিয়ের প্রলোভনসহ প্রেমের প্রস্তাব দিলে তাতে রাজি হয় হাসি। এরপরই তাকে ডিভোর্স দেয় সেলিম।

এ ব্যাপারে হাসির বাবা হকিকুল ইসলাম জানান, জামাই অনেক ভাল মানুষ। তার বড় ভাই লম্পট। আমার মেয়েকে পাচারের উদ্দেশ্যে নাটক সাজিয়েছে। আমি এর বিচার চাই। হাসি আক্তার বলেন, ভাসুর আমাকে প্রায়ই ফোন দিত। এক পর্যায়ে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমিও প্রথমে রাজি না হলেও একসময় সায় দেই। আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি। জাকির হোসেন বলেন, শয়তান আমার মাথা নষ্ট করে দিয়েছে। আপন ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে এমন করা উচিত হয়নি।

ভুল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান জানান, ভাসুরের সঙ্গে প্রেমের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে এ বিষয়ে ব্যবস্থা নেব।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala