আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন তপু বর্মন

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঢাকায় আসছেন ম্যাচ খেলতে, তা একপ্রকার নিশ্চিত। বাফুফের আমন্ত্রণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগ্রহ জানিয়েছে। এরই মধ্যে আরেকেটি সুখবর। আর্জেন্টিনার একটি ক্লাবে খেলার প্রস্তুাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন।

আর্জেন্টিনার থার্ড ডিভিশনের ক্লাব সোল দে মায়ো এই প্রস্তাব পাঠায়। এবিষয়ে তপু বর্মণ বলেন, ডিসেম্বরের শেষ দিকে মূলত আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবটি আমার সঙ্গে যোগাযোগ করে। আমার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অত্যন্ত খুশি হই। প্রস্তাব পাওয়ার কারণ সম্পর্কে তপু বলেন, গত কয়েক বছর ব্রাজিল, আর্জেন্টিনার অনেকেই আমাদের কিংসে খেলেছে। এজন্য কিংসের ম্যাচ এবং আমাদের লিগ ব্রাজিল-আর্জেন্টিনায় অনুসরণ করা হয়। সেখান থেকেই মূলত তাদের এই প্রস্তাব দেয়ার ধারণা।

তপু আরও বেলন, আমাদের এখানে যেসব ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন আসেন তারা মূলত তৃতীয় ও দ্বিতীয় বিভাগ স্তরেই। কিংসে হার্নান বার্কোস অবশ্য ছিলেন উঁচু স্তরের। তাদের তৃতীয় বিভাগ লিগ আমাদের চেয়ে কোনো অংশে কম নয়।

পেশাদার ফুটবলার হিসেবে পারিশ্রমিক একটি বড় বিষয়। সেই পারিশ্রমিকও বাংলাদেশের চেয়ে বেশ, বর্তমানের চেয়ে অবশ্যই কয়েকগুণ বেশি। প্রতি মাসে ১২-১৩ হাজার ডলার পাওয়া যেতে পারে বলে জানান তপু। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ তপু বর্মণ। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার জন্য তপু তাদের বড় অস্ত্র। তাই এত বড় অফার পেয়েও তার যাওয়া অনিশ্চিত।

তপু বর্মন বলেন, আমি বসুন্ধরা কিংসের খেলোয়াড়। আমার দুঃসময়ে তারা পাশে ছিল। সকল প্রকার সহযোগিতা করেছে। কিংসের অনুমতি পেলেই আমি যাব, অন্যথায় নয়।

আর্জেন্টিনার ক্লাব থেকে তপুর খেলার প্রস্তাব পাওয়াকে অনেক বড় ব্যাপার হিসেবে দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala