বড়ই বেমানান

বড়ই বেমানান

বাবুল আখতার

শুনেছি–
পুরুষ মানুষ মুখ গুমোট করে থাকতে নেই!
থাকতে নেই নির্বাক চোখে তাকাতে!
যার দায়িত্ব অন্যের মুখে হাসি ফোটানো
আর তার মুখটাই গুমোট! মানায় বলো এটা?
–একদম না! বড়ই বেমানান!
শুনেছি–
পুরুষ মানুষ বলতে নেই
— আমি ভালো নেই!
যার দায়িত্ব অন্য সবাইকে ভালো রাখা
আর সেই মানুষটাই ভালো নেই! মানায় বলো এটা?
–একদম না! বড়ই বেমানান!
শুনেছি–
পুরুষ মানুষ কাঁদতে নেই!
যার দায়িত্ব অন্যের চোখের জল মুছানো
আর তার চোখেই টলমল করছে! মানায় বলো এটা?
–একদম না! বড়ই বেমানান!
শুনেছি–
পুরুষ মানুষ হলে হাজারও কষ্ট বুকে চেপে
হাসতে হয় সদা,
মুখ গুমোট থাকলে বলতে হয়
— আমি তো ভাবছি একটা কথা!
টলমলে চোখের কথা শুনলে বলতে হয়
— কই না তো!চোখে ময়লা পড়েছে হয়তো!
পুরুষ মানুষ তো–
প্রতিদিন অনেক কিছুই পারতে হয় আমাকে!
অনেক না-কে হ্যাঁ আর অনেক হ্যাঁ-কে না বলার
নতুন নতুন এক্সপ্রেশন রপ্ত করতে হয় আমাকে!
এজীবন নাটিকায় নায়কের ভূমিকায় হয়তো মানায় না আমাকে! কিন্তু এটা বলতে পারি–
খলনায়কের অভিনয়ে আমি একদম পাক্কা!
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala