নীড় হারা পাখি
রিবনা
না ফেরার দেশে
চাইলেও ফিরবে কি?
স্মৃতি হাতরিয়ে বেড়ায়।
বাঁচার একি আত্মনাত
তবুও বাঁচে!
হায়াত রয়েছে।
সব মুছে গেলেও কোথাও
এক টুকরো খড়কুটা
পেয়ে-
জীবনটা তো যার – যার!
সবায় সবার প্রাণটাকেই
বেশী ভালবাসে।
আবার চলছে জীবন–
থেমে নেই কেউ কারো
জন্য?
চলছে জীবন
আমার বিধাতার পাওয়া।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala