ভুয়া ডাক্তারের অপচিকিৎসা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টারে নাক, কান, গলা রোগের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে বিজ্ঞাপন দিয়ে রোগীদের সঙ্গে নিয়মিত প্রতারণা করেছেন ডা. নুরুন নবী ছামাদ এ্যানি। বিনা অপারেশনে অর্শ, নাকের পলিপাস চিকিৎসা ও ফিজিও থেরাপির নামে হাতিয়ে নিচ্ছেন বড় অঙ্কের অর্থ। এমনকি চিকিৎসা নেওয়ার পর একই সমস্যা বড় আকার ধারণ করছে। এ ছাড়াও নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
সরেজমিনে জানা যায়, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত হওয়ায় এসএফ ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হয়েছেন হাজারো রোগী। ইতঃপূর্বে তার নিজ গ্রাম গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে অবৈধ ওষুধ বিক্রয়ের অপরাধে গ্রামের লোকজন তাকে গ্রামে চিকিৎসা করা বন্ধ করে দেন। এ ছাড়া অশ্ব পায়ুপথের রোগ তাই অনেকেই গোপনে চিকিৎসা নেন। এরই সুযোগ নিয়েছেন নুরুন নবী। নিয়মিত ওষুধ সেবন করে মানুষ প্রতিনিয়ত আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছে। বিপিটি সার্টিফিকেট না থাকলেও ফিজিও থেরাপি দিচ্ছে। কিন্তু প্রতারণা করে মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের তেমন কোনো পদক্ষেপ নেই। তাই গ্রামের সাধারণ ভুক্তভোগীরা অভিযোগ করারও সাহস করে না। এ ছাড়াও ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ডের আড়ালে মাদক সেবন ও বিক্রির গুঞ্জনও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নুরুন নবী ছামাদ এ্যানি।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala