সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নোয়াগাঁও দাখিল মাদ্রাসার পাঁচটি পদে নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রতিবাদে ১৩ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় মধ্যনগর প্রেসক্লাবে মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম সংবাদ সম্মেলন করেছেন। জানাযায়,গতকাল(১২জানুয়ারি) প্রতিষ্ঠানের অফিস কক্ষে ডিজির প্রতিনিধির উপস্থিতিতে শূন্য কোটায় একজন সুপার,একজন সহকারী সুপার, একজন নৈশপ্রহরী,একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
নৈশ প্রহরী পদে নিয়োগ বঞ্চিত শামীম আহম্মেদ বলেন, ওই মাদ্রাসার নৈশপ্রহরী পদে চাকুরির জন্য তার মামা নুরুল হকের কাছে টাকা দিয়েছি, প্রতিষ্ঠানের সভাপতিকে টাকা দিয়েছিলেন আমার মামা নূরুল হক। চাকুরি না হওয়ায় পরীক্ষার পর তার মামার মাধ্যমেই ওই টাকা তিনি ফেরতও পেয়েছেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম সংবাদ সম্মেলন করে বলেন,শামীমের মামা নুরুল হক সম্পর্কে আমার খালু শ্বশুর হন। আমার কথা বলে শামীমের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন সেটি আমি জানতাম না।পরীক্ষা শেষে আমি বিষয়টি জানতে পেরে অফিসে বসেই সমাধান করার চেষ্টা করেছি। আমার সরলতার সুযোগে একটি কুচক্রী মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।