পাবনা সুজানগরে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারী শনিবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে এবং সুজানগর পৌরসভার সহযোগিতায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  সুজানগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর পৌর মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা ও ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনায়েন রাসেল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলীম মোল্লা। পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ দুলালের সভাপতিত্বে এবং সম্পাদক বাবুল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার বাবু, যুগ্ম সম্পাদক রোকসানা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, পাবনা পৌর সভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল লতিফ, ফরিদপুর পৌরসভার সভাপতি শাহাদত হোসেন ও সুজানগর পৌরসভার সাধারণ সম্পাদক মাসুদ রানা।
বক্তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করার পাশাপাশি দাবি বাস্তবায়নে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala