ছেলেকে গ্রেপ্তারের ১০ মিনিট পর বাবাকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

বাড়ির ছাদে থাকা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম জেরুসালেমের একটি শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী অভিযান চালানোর সময় এ ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

কালানদিয়া শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ৪১ বছর বয়সী সমির আসলামকে বৃহস্পতিবার ভোরে মৃত হিসেবে ঘোষণা করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলছে, সমিরকে বুকে গুলি করা হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা আলজাজিরা জানিয়েছেন, আট সন্তানের জনক সমির আসলামকে গুলি করা হয় যখন তিনি পরিবারের সদস্যদের নিয়ে ছাদে দাঁড়িয়ে অভিযান দেখছিলেন।

এর আগে তার ১৭ বছর বয়সী ছেলে রামজিকে অন্য একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে ইসরাইলি বাহিনী। ছেলেকে গ্রেপ্তারের ১০ মিনিট পরই বাবাকে গুলি করে হত্যা করা হয়। ওই ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা জাকারিয়া ফায়ালেহ বলেছেন, ঘটনার সময় বাইরে চিল্লাচিল্লি এবং তাদের এক সন্তান আহত হয়েছে শুনে তারা ঘটনা জানতে বাড়ির ছাদে উঠেছিলেন।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala