হবিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ শহরতলীর বাইপাস সড়কের বড়বহুল বাইপাস সড়কের টেকের বাড়ি (কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু ও আবদাল) বাড়ির সামনে থেকে রাজনগরের মাদক ব্যবসায়ী শামিম রেজা (মমিন) কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে বড়বহুল বাইপাস সড়কের টেকের বাড়ি (কুখ্যা মাদক ব্যবসায়ী আবদাল) বাড়ির সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস মরণ নেশা ইয়াবাসহ আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হল: পৌর এলাকার রাজনগরের মৃত মারফত আলীর পুত্র মাদক ব্যবসায়ী শামিম রেজা ওরুফে মমিন(৪৮)।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া বাংলাদেশ জার্নালকে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে। তিনি আরো বলেন ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala