‘সোলায়মানির হত্যাকারীরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না’

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানির হত্যার প্রথম বার্ষিকীতে ইরানের বিচার বিভাগীয় প্রধান শুক্রবার সতর্ক করে বলেছেন, কাশেম সোলায়মানির হত্যাকারীরা “পৃথিবীতে কোথাও নিরাপদে থাকতে পারবে না।”
সোলায়মানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি বলেছেন, এই হত্যার নির্দেশদাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও “বিচারের বাইরে থাকবেন না।”
গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমান বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলায়মানি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের বৈরিতা আরো বৃদ্ধি পায়।
তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সমাবেশে রাইসি বলেন, “তারা আরো কঠোর প্রতিশোধ দেখবে। এ পর্যন্ত তারা যা দেখেছে তা সামান্য ঝলক মাত্র।”
তিনি বলেন, “কেউ মনে করবেন না যে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে খুনি অথবা খুনের নির্দেশদাতা বিচারের হাত থেকে রেহাই পাবেন, তা কখনোই হবে না।”
“যারাই এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তারা কেউ পৃথিবীতে নিরাপদ নয়।”
অনুষ্ঠানে ইরানের কর্মকর্তারা অংশ নেন এবং বক্তাদের মধ্যে আঞ্চলিক মিত্র দেশ ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেন সরকারের এবং সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।বাসস
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala