‘সুযোগ দেয়ার নাম করে নগ্ন হতে বলেন পরিচালক’, মডেলের অভিযোগ

আবারো ভারতীয় পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।

মুম্বাই মিরর জানায়, জনপ্রিয় বলিউড ছবি ‘হাউসফুল’ সুযোগ দেয়ার নাম করে সাজিদ খান নগ্ন হতে বলেছেন বলে দাবি করেছেন মডেল পলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, হাউসফুলে অভিনয়ের সুযোগ দেয়ার নাম করে পরিচালক সাজিদ খান তার সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। তখন মডেলের বয়স ছিল মাত্র ১৭ বছর।

পলা বলেন, সাজিদ খান শরীর স্পর্শ করতে শুরু করেন। অশ্লীল এবং নোংরা ব্যবহার শুরু করেন। অভিনয়ের নাম করে সাজিদ খান যে কত মেয়েদের সঙ্গে এমন নোংরা ব্যবহার করেছেন, মানসিক দিক থেকে তাদের বিধ্বস্ত করেছেন, তা ভাবা যায় না। হাউসফুলে সুযোগ দেয়ার নাম করে নগ্ন হতে বলেন সাজিদ খান।

তবে ওই সময় মুখ খুলতে ভয় পেয়েছিলেন মডেল পলা। যদিও এখন আর কোনও কিছুকেই ভয় পান না তিনি। কারণ বলিউডে অনেকেই মি টু নিয়ে সরব হয়েছেন। সেই কারণেই এবার সবার সামনে তিনি সাজিদ খানের মুখোশ খুলে দিতে চান বলেও দাবি করেন পলা।

প্রসঙ্গত, সাজিদ খানের বিরুদ্ধে মি টু-এর অভিযোগ ওঠার পর তাকে হাউসফুল ফোর-এর পরিচালনা থেকে সরিয়ে দেয়া হয়। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ হওয়ায় ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala