পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস আলী (৩০) নামে এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) জরুরি বিভাগে তার মৃত্যু হয়। পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন। নিহত ইউনুস আলী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের ছেলে।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, রংপুরে জরুরি বিভাগে বেলুন বিক্রেতা ইউনুসকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে একটি ঘরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ইউনুস আলী সহ মোট ৬ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala