সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে হানিফের শোক

সোমবার এক শোকবার্তায় মাহবুবউল আলম হানিফ বলেন, মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী ব্যক্তিগত জীবনেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে আপাদমস্তক ধারণ করেছিলেন বলেই পাকিস্থানী শাসকচক্র শওকত আলীকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করেছিলে। সেই মামলায় আসামি হয়েছিলেন বলে বীর মুক্তিযোদ্ধা শওকত আলীকে কখনোই পীড়িত দেখিনি বরং বঙ্গবন্ধুর সাথে একই মামলার আসামি ছিলেন বলে তাঁর মধ্যে সবসময় এক ধরনের মর্যাদাবোধ কাজ করত।

তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক । দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর এই চলে যাওয়া আমাদের জাতীয় জীবনে নতুন আরেকটি শূন্যতার সৃষ্টি করল।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala