
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে বাছাই পর্বের দিকে পা বাড়াতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে।
সেন্ট কিটসে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু শুরুর দিক থেকেই বিপর্যয়ে পড়ে দল। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন করেন মাত্র ১ রান। এরপর ফারজানা হক এবং শারমিন আক্তার মিলে ৬২ রানের একটি জুটি গড়েন। কিন্তু ফারজানা হক ২২ রানে আউট হলে ভেঙে যায় এই জুটি।
শারমিন আক্তার লড়াই করার চেষ্টা করলেও তার ৫৮ বলে ৫ চারে করা ৩৭ রানের ইনিংসই দলের মধ্যে সর্বোচ্চ ছিল। দ্রুত উইকেট পতনের ফলে পুরো ইনিংস ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে শেষ হয়। সোবহানা মোস্তারি কিছুটা লড়াই করলেও তার ৬২ বলে ২৫ রানের ইনিংস দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যেতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কারিশমা রামহারাক ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার, মাত্র ১২ রানে ৪ উইকেট, বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয়। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়
মাত্র ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপুটে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ করেন হেইলি ম্যাথুজ ও কিয়ানা জোসেফ। নাহিদা আক্তারের বলে হেইলি ম্যাথুজ ২২ রানে ফিরলেও, আর কোনো চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলাররা।
কিয়ানা জোসেফ করেন ৩৯ রান, তাকে আউট করেন মারুফা আক্তার। তবে এরপর শেমাইন ক্যাম্পবেল (২৫*) এবং ডিয়েন্দ্রা ডটিন (৩৩*) অপরাজিত থেকে মাত্র ২৭.৩ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হতাশা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ
এই হারের ফলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। এখন বাছাই পর্ব খেলে মূলপর্বে জায়গা নিশ্চিত করতে হবে নিগার সুলতানাদের। তবে এই পরাজয় দলকে আরও শক্তিশালী হয়ে ফেরার অনুপ্রেরণা দেবে বলে আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।