যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, একে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সকাল ৬টার দিকে জামতলা নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উভয় বাসের ৫ জন যাত্রী আহত হয়।
দুর্ঘটনার সাথে সাথে এলাকার জনসাধারণ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাস দুটি সড়ক থেকে অপসারণ করে।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala