পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেন গ্রামের মোঃ সাইফুল ইসলাম ও তাছলিমা খাতুন দম্পতির মেয়ে তানহা তাবাস্সুম সুবাত মানবিক বিভাগ থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
তার প্রাপ্ত মার্কস ১২২৩। তানহা তাবাস্সুম সুবাত চাটমোহর পৌর সদরের অরবিটল লিঙ্ক স্কুল এন্ড কলেজে পড়া লেখা করেছে। সে তার এ কৃতিত্বের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তানহা তাবাস্সুম সুবাতের পিতা মোঃ সাইফুল ইসলাম বেসরকারি সংস্থা আশার রিজিওনাল ম্যানেজার এবং মাতা তাছলিমা খাতুন একজন গৃহিনী। তারা তাদের সন্তানের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala